জন্ম নিবন্ধন আবেদন পত্রের অবস্থা যাচাই (২ মিনিটে)
আমরা যারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করি, তাদের অবশ্যই জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা কেমন এই বিষয়টা জেনে রাখা দরকার।
কেননা আমাদের জন্ম নিবন্ধনের প্রসেসটা কিরকম হয়েছে, কখন জন্ম নিবন্ধন পাব, আইডি কার্ড তৈরি হয়েছে কিনা এসব বিষয় জানতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন আবেদন যাচাই সম্পর্কে জানতে হবে।
তাই আজকে আমি চিন্তা করলাম, আপনাদের সাথে আমার এই ওয়েবসাইটি এমন একটা আর্টিকেল শেয়ার করি। যার মাধ্যমে আপনার জানতে পারবেন, কিভাবে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানা যায়।
তো আপনি যদি এই বিষয়টা স্টেপ বাই স্টেপ এবং ছবি সহ জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের নিবন্ধটা ফলো করতে পারেন। কেননা এখানে যতটা সম্ভব আমার সাধ্যমত বোঝানোর ট্রাই করলাম।
চলুন জেনে আসি Current Status of Birth Registration Application যাচাই করার নিয়ম সম্পর্কে। সেই সাথে আরো শেয়ার করব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাও আপনার অত্যন্ত উপকারী।
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার জন্য bdris.gov.bd/br/application/status এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনের ধরন, অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে ‘দেখুন’ বাটনে ক্লিক করে জেনে নিন আপনার জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা।
এখানে আমি খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করেছি কিভাবে প্রসেসটা হয়ে থাকে। তবে আপনারা যদি এর মাধ্যমে ভালোভাবে না বুঝেন তাহলে নিচের স্টেপ কিংবা লেখাগুলো পড়ুন।
জন্ম নিবন্ধন আবেদন পত্রের অবস্থা জানতে কি কি প্রয়োজন
আমরা যে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করেছি, সেটা এখন কোন অবস্থাতে রয়েছে আমরা কখনো পাবো এ বিষয়টা জানতে নিচের জিনিসগুলো প্রয়োজন-
- অ্যাপ্লিকেশন আইডি
- জন্ম তারিখ
- স্মার্ট ফোন/ল্যাপটপ/কম্পিউটার
- ইন্টারনেট কানেকশন
এই চারটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধনের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনি নিজেকে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করে থাকেন এবং সেটা কোন অবস্থায় রয়েছে জানতে চান তাহলে উপরের জিনিসগুলো আগে জোগাড় করুন।
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখার নিয়ম
এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব স্টেপ বাই স্টেপ কিভাবে, আপনার আবেদনকৃত জন্ম নিবন্ধন এখন কোন অবস্থাতে কিংবা কোন স্ট্যাটাসে রয়েছে সেটা চেক করবেন।
step#1: birth certificate status check ওয়েব সাইটে প্রবেশ করুন
আপনার জন্ম নিবন্ধন কোন অবস্থাতে রয়েছে এটা যাচাই করার জন্য, সর্বপ্রথম আপনাকে প্রবেশ করতে হবে নির্দিষ্ট একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট কি অনেকেই bdris ওয়েবসাইট নামে চিনে থাকে।
ওয়েবসাইটি প্রবেশ করার জন্য আপনি দুইটা কাজ করতে পারেন একটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করা ‘জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা’ লিখে এবং bdris.gov.bd নামে যে ওয়েবসাইটটা আসবে সেখানে প্রবেশ করা।
দ্বিতীয়ত হচ্ছে আপনি সরাসরি https://bdris.gov.bd/br/application/status এই লিঙ্কটা ভিজিট করতে পারেন। মূলত এই ওয়েবসাইট থেকেই চেক করা যাবে birth certificate application status তাই সবার প্রথম এখানে প্রবেশ করুন।
step#2: আপনার আবেদন পত্রের ধরন দিন
এখন আপনার সামনে ওয়েবসাইটে প্রবেশ করার পরে তিনটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনটা হচ্ছে আবেদনের ধরন সিলেক্ট করার জন্য।
সুতরাং এই স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবেদনের ধরন সিলেক্ট করা। এখানে আপনি আবেদনের ধরন কয়েকটা দেখতে পাবেন সুতরাং এখান থেকে জন্ম নিবন্ধন আবেদন সিলেক্ট করবেন।
তবে এখানে আরো অন্যান্য আবেদনের উদাহরণ রয়েছে যেমন মৃত্যু নিবন্ধন আবেদন, মৃত্যু তথ্য সংশোধনের আবেদন ইত্যাদি। তবে এখান থেকে আপনি অবশ্যই জন্ম নিবন্ধন আবেদনের ধরন সিলেক্ট করবেন।
step#3: অ্যাপ্লিকেশন আইডি দিন
দ্বিতীয় আরেকটি অপশন দেখতে পাবেন যেটা হচ্ছে এপ্লিকেশন আইডি নামে। এখানে মূলত আপনি জন্ম নিবন্ধনের আবেদন করার সময় যে আইডিটি পেয়েছিলেন সেটি দিতে হবে।
আপনি অনলাইন থেকে নিজেই জন্ম নিবন্ধন আবেদন করলে একদম শেষ পর্যায়ে যখন আবেদনটা সাকসেস হয়ে যাবে তখন আপনাকে একটা আবেদন নাম্বার দেওয়া হবে।
আর যখন আপনি ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয় থেকে জন্ম নিবন্ধন করাবেন। তখন আপনাকে তারা একটি অ্যাপ্লিকেশন আইডি দিবে সেটা কালেক্ট করে রাখবেন।
step#4: জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা দেখুন
একদম নিচে জন্ম তারিখ দেয়ার একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনার কি জন্ম তারিখ সিলেক্ট করতে হবে যেভাবেই আপনি জন্ম নিবন্ধন করানোর সময় দিয়েছিলেন।
নির্দিষ্ট একটা ফরমেট রয়েছে এক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমে জন্মদিন, তারপর জন্ম মাস এবং পরবর্তীতে জন্ম সাল যেমন ৩০-১২-২০০০ এই ভাবে। সুতরাং আপনাদের সঠিক জন্ম তারিখটা দিয়ে দিন।
একদম নিচে ‘দেখুন‘ নামে একটা বাটন দেখতে হবে সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা দেখতে পাবেন। সুতরাং এভাবেই আপনার বার্থ সার্টিফিকেট আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখুন।
নতুন নিয়মে জন্ম নিবন্ধন আবেদন যাচাই
যখন আমরা আমাদের জন্ম সনদ করার জন্য আবেদন করি, তো এখন এটা কোন অবস্থাতে রয়েছে রেডি হয়েছে কিনা? এরকম অনেকেই মনে মনে প্রশ্ন করে থাকে। তাছাড়া আবার অনেকের জন্ম সনদটা অতি প্রয়োজনীয় হয়, তার জন্য অতি দ্রুত পেতে চাই।
এক কথাই বলতে গেলে জন্ম নিবন্ধন আবেদন যাচাই করতে চাই অনেকেই বা আবেদন পত্রের অবস্থা কি এ বিষয়টি জানার আগ্রহী হয়ে থাকেন। তাদের জন্য নিজের ছোট্ট একটি স্টেপ বলে দেওয়া রয়েছে যেটা আপনারা চাইলে ফলো করতে পারেন।
সাধারণত আপনার জন্ম নিবন্ধন কোন অবস্থাতে রয়েছে এই বিষয়টা জানতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন পড়ে। একটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি অপরটি হচ্ছে আপনার সঠিক জন্ম তারিখ। সাধারণত আমরা Application ID পেতে পারি জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট এর মধ্যে।
তাছাড়া Application ID আপনি আবেদন করার পর আপনার মোবাইলে Confirmation SMS এর মাধ্যমেও পেতে পারেন। এই জন্যই অবশ্য আপনার Mobile number দেওয়ার সময় সচল একটি নাম্বার দিবেন। জন্ম নিবন্ধন আবেদন যাচাই করতে নিচের স্টেপটা ফলো করুন:-
- https://bdris.gov.bd/br/application/status এই ওয়েবসাইটে প্রবেশ করুন
- আবেদনের ধরন থেকে ‘জন্ম নিবন্ধন আবেদন’ সিলেক্ট করুন
- আপনার Application ID দিন
- সর্বশেষ ‘দেখুন’ বাটনে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন আবেদন যাচাই করুন
উপরের এই সংক্ষিপ্ত প্রসেসটি অবলম্বন করুন এবং আবেদন পত্রের অবস্থা যাচাই করুন খুব সহজ নিয়মে। আশা করি আপনাদেরই খুব উপকারে এসেছে এবং সঠিক তথ্য পেয়েছেন।
আবেদন | নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম |
যাচাই | জন্ম নিবন্ধন যাচাই করুন |
বর্তমান অবস্থা | জন্ম নিবন্ধন আবেদন বর্তমান অবস্থা |
প্রতিলিপি | জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন |
FAQ
আপনি যে আবেদনটি করেছেন সেটা কোন অবস্থাতে রয়েছে এই বিষয়টা জানার নামই হচ্ছে আবেদনের অবস্থা। এক কথায় বলতে গেলে আবেদনের স্থিতি বুঝার মাধ্যমকেই আবেদনের অবস্থা বলা হয়।
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখার জন্য আপনাকে চলে যেতে হবে bdris ওয়েবসাইটে এবং সেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে দেখুন দর্শনে ক্লিক করে দেখে নিতে হবে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা।
আপনার জন্ম নিবন্ধন করানোর সময় যে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েছিল সেটা যদি হারিয়ে যায় তাহলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন। তাদেরকে গিয়ে বলেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে গেছে এখন করনীয় কি।
সাধারণত বাংলাদেশের জন্ম নিবন্ধন ১৭ ডিজিট হয়ে থাকে তাই আপনারটা যদি ১৬ ডিজিট অথবা এর নিচে হয়ে থাকে তাহলে এখনই আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করুন।