[জন্ম নিবন্ধন ফরম] আবেদন, সংশোধন, বাতিল ডাউনলোড pdf
কম বেশি আমরা সকলেই জানি জন্ম নিবন্ধন আবেদন করার জন্য জন্ম নিবন্ধন ফরম খুবই প্রয়োজনীয় একটা জিনিস। জন্ম নিবন্ধন আবেদন কিংবা সংশোধন সব ক্ষেত্রেই প্রয়োজন আপনার Jonmo nibondhon form। জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করতে পারেন
তাই আজকে চিন্তা করলাম, আপনাদের সাথে এই রিলেটেড একটা আর্টিকেল শেয়ার করি। যেখান থেকে আপনারা জানতে পারবেন birth certificate form কিভাবে ডাউনলোড করতে হয়।
জন্ম নিবন্ধন ফরম pdf ফাইলের লিংক যেখান থেকে আপনারা এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন birth certificate form download প্রসেস এর মাধ্যমে।।
জন্ম নিবন্ধন ফরম
জন্ম নিবন্ধন ফরম বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন জন্ম নিবন্ধন আবেদন ফরম, জন্ম নিবন্ধন সংশোধন ফর্ম ইত্যাদি। তো আপনাদের জন্য প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করার চেষ্টা করেছি।
হয়তো আপনি যদি আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, বাংলাদেশ গভার্নমেন্ট ভিত্তিক একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা যে কোন ধরনের ফরম ডাউনলোড করতে পারবেন।
তাই আজকে আমরা সেই ওয়েবসাইটির রিভিউ সহ ওয়েবসাইটে কিভাবে প্রবেশ করবেন এবং যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের ফরম পাবেন এবং সেখান থেকে ডাউনলোড করতে পারব।
জাতীয় পরিচয় পত্র রিলেটেড ফরমও পাওয়া যায় এই ওয়েবসাইটে। তাছাড়া এই ওয়েবসাইটে এমন ফর্মও রয়েছে যেগুলো editable অর্থাৎ আপনি এগুলো এডিট করে ফরম পূরণ করতে পারবেন।
তো আপনি যদি বিষয়গুলো খুব বিস্তারিতভাবে এবং আপনার জন্ম নিবন্ধন আবেদন করুন, জন্ম নিবন্ধন সংশোধন ফর্ম এটা পেতে চান তাহলে অবশ্যই আজকের এই নিবন্ধ থেকে ফরমগুলো কালেক্ট করুন।
জন্ম নিবন্ধন ফরম pdf ডাউনলোড করুন
আপনি জন্ম নিবন্ধন ফরমের মধ্যে বিভিন্ন রকম পাবেন যেমন কিছু ফরম জন্ম নিবন্ধন আবেদন করার জন্য, কিছু ফরম জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য।
তাই আমি এখানে প্রায় অনেকগুলো ফরম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো নিচে একটা লিস্ট দেওয়া আছে মূলত এই ফর্মগুলো আপনি আজকের এই নিবন্ধ থেকে পাবেন।
- জন্ম নিবন্ধন আবেদন ফরম
- জন্ম নিবন্ধন সংশোধন ফরম
- বার্থ সার্টিফিকেট বাতিল আবেদন ফরম
উপরের লিস্টের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করেছি মূলত ইন্টারনেটের মধ্যে যে সমস্ত ফর্মের খোঁজ পাওয়া যায়। এখন নিচে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব প্রতিটি ফরমের একটা একটা লিংক যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন।
জন্ম নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড pdf
আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি প্রত্যেকের নাগরিকত্ব প্রমাণের প্রথম ডকুমেন্টস হচ্ছে জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন আবেদন করতে হলে আপনাকে নির্দিষ্ট প্রসেস অবলম্বন করতে হবে।
নির্দিষ্ট একটা ফরমে আপনার যাবতীয় ডিটেইলস লিখে তারপরে সাবমিট করতে হবে আপনার ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা কার্যালয়ে। তারপরে ই দীর্ঘ প্রসেস কমপ্লিট করে সবগুলো ভেরিফিকেশন করে আপনাকে দেওয়া হবে জন্ম নিবন্ধন।
এখন অনেকেই জন্ম নিবন্ধন সনদ আবেদন ফরম পিডিএফ ডাউনলোড করতে চাই। আবার শুধু ডাউনলোড করে শান্ত নয়, বরং অনেকেই ডাউনলোড করে সেটা আবার প্রিন্ট করে পূরণ করতে চাই (কাম্য তো এটাই)।
তো আপনি যদি আপনার জন্ম নিবন্ধন বা birth certificate application form ডাউনলোড করতে চান তাহলে নিচের বাটনটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার ফর্মটি।
জন্ম নিবন্ধন সংশোধন ফর্ম pdf ডাউনলোড
অনেক সময় আমরা জন্ম নিবন্ধন আবেদন করে যখন সেটা অনলাইন থেকে কিংবা অফলাইনের মাধ্যমে কালেক্ট করি। তখনো অনেক সময় দেখা যায় যে আমাদের মা বাবার নাম, ঠিকানা কিংবা নিজের নাম ইত্যাদিতে রয়েছে।
তো এখন কি আপনি এই ভুলগুলো ঠিক যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন? নাকি অবশ্যই সংশোধন করবেন। আমি মনে করি যে, আপনি অবশ্যই সংশোধনের কথা ভাবতেছেন।
কেননা জন্ম নিবন্ধন আমাদের এনআইডি কার্ড করাতেও অনেক কার্যকর ভূমিকা রাখে। তো এই জন্মনিবন্ধনে যদি ভুল থাকে তাহলে আমরা এন আইডি কার্ড থেকে শুরু করে নানা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হব।
ঠিক একই ভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে আপনার লাগবে দীর্ঘ একটা প্রসেস। তবে এই দীর্ঘ প্রসেসের মূল পয়েন্টটা হচ্ছে একটা ফর্ম। একটা ফরমের মধ্যে আপনার যাবতীয় ডিটেইলস সাবমিট করতে হবে।
এই জন্ম নিবন্ধন সংশোধন ফর্ম এর মধ্যে আপনাকে লিখতে হবে কোনটি ভুল হয়েছে এবং সেটা কিভাবে সংশোধন করতে চান। যেটা সংশোধন করতে চান সেটা সিলেক্ট করে আপনার সংশোধনী নামটা দিতে হবে বা অন্যান্য যেটা রয়েছে।
সুতরাং আপনি যদি আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তাহলে আমি recommend করব আপনি ফর্ম ডাউনলোড না করে। সরাসরি আপনি যদি বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে সংশোধন করার আবেদন করেন তাহলে পূরণকৃত ফরম ডাউনলোড হবে। এটাই আপনার জন্য বেস্ট হবে আপনাকে যেহেতু অফলাইনে আর পূরণ করতে হচ্ছে না।
বার্থ সার্টিফিকেট বাতিল আবেদন ফরম পিডিএফ ডাউনলোড
অনেক সময় বলে ক্রমে আমাদের জন্ম নিবন্ধন ডাবল হয়ে যায়। এটা এমন হতে পারে যে, ছোট থাকতে আপনার মা-বাবা বা অভিভাবক আপনার জন্য জন্ম নিবন্ধন করিয়েছে।
পরবর্তীতে আপনি যখন বড় হয়েছেন, তখন আপনার বার্থ সার্টিফিকেট করাই না মনে করে আপনিও একটা করিয়েছেন। তাছাড়া এমন অনেক কারণ রয়েছে যার কারণে আমাদের বার্থ সার্টিফিকেট ক্যান্সেল বা বাতিল করতে হয়।
এক্ষেত্রেও প্রয়োজন পড়বে আপনার নির্দিষ্ট একটা ফর্ম যেটা পূরণ করে আপনি আবেদন করবেন। ফরমটি ডাউনলোড করতে চাইলে নিচের বাটনে ক্লিক করার পিডিএফ ডাউনলোড করে নিন এবং অফলাইনে পূরণ করুন।
FAQ
জন্ম নিবন্ধন ফরম হচ্ছে এমন ডকুমেন্ট যার মাধ্যমে জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আবেদন করা হয় যেমন জন্ম নিবন্ধন সংশোধন, জন্ম নিবন্ধন আবেদন থেকে শুরু করে জন্ম নিবন্ধন ডুপ্লিকেট বাতিল করার জন্য আবেদন।
বিভিন্ন কারণে আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন যেমন আপনি যদি নতুন জন্ম নিবন্ধন করাতে চান সেই ক্ষেত্রেও আপনার ফরম লাগবে। সংশোধন করার ক্ষেত্রেও লাগে ফরম তাছাড়া আপনি যদি জন্ম সনদ বাতিল করতে চান তার জন্যও লাগবে নির্দিষ্ট একটা ফরম।
verification | birth certificate verification |
Application | birth certificate application |
অনলাইন | পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন |
আবেদন পত্র | জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট |